সিএফএল এর আলোতে কি মুছবে ইষ্টবেঙ্গলের অন্ধকার অপরাধের ইতিহাস?


আপনারা কি জানেন খেলাধুলার জগতে অপরাধের অনুপ্রবেশও পদ্মাপাড়ের এই ক্লাবটির মাধ্যমে সর্বদা বিরাজমান ? খেলার দুনিয়াকে বাড়েবাড়ে লজ্জার মুখে ফেলে দিয়েছে সিএফএল এর সাত খানা বাজিমাত করা বাল্বের সৌজন্যে আলকিত ইস্টবেঙ্গল?
মাঝে মধ্যেই  দেখা যায় লাল হলুদ ( নাকি নীল হলুদ - কনফিউজড) ক্লাবটির প্রশাসক থেকে কর্মকর্তা, কোচ থেকে ফুটবলার সেখান থেকে সমর্থক পর্যন্ত বিভিন্নসময় অপরাধ মূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার ফলে নিয়মিত হাজতবাস করে থাকেন। বলা যেতেই পারে জেলের বিভিন্ন কুঠুরি গুলো মাঝে মধ্যেই ইষ্টবেঙ্গলকে যেন "ওরে আয় ওরে আয়, কতো দিন আর বাইরে কাটাবি, আমি যে তোদের অপেক্ষায় বসে আছি" বলে ডাকে ওদের।
প্রথমেই আসি সমর্থকদের কথায়, সদ্যঘটিত দিপেন কাণ্ড, যদিও দিপেন কোন অপরাধের সাথে সরাসরি যুক্ত নয় কিন্তু ওর উগ্র মানসিকতার জন্য ওকে একবারের জন্য হলেও ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে দিপেনের হাজতবাস, বুকে বারুদ শিবিরের হাজতবাসের ইতিহাসের ঐতিহাসিক বৃত্তটিকে সম্পূর্ণ করেছে বলে ভবিষ্যৎ হয়তো দিপেনের এই মহৎ কাজ কে সাবাসিও দিতে পারে।
এর পরেই আসে খেলোয়াড় ঃ দুর্দান্ত বাওডাটা
শুরুতেই শুভঙ্কর সান্যাল, গর্বের ৭৫ এর টীমের অন্যতম সেরা এই ফুটবলার হাওড়ার মল্লিক ফটক জেলে দাগি আসামীদের সাথে বন্দিদশা ভোগ করলেন, তথ্য - এইসময় 
২০০৩ সালের ৮ ই ডিসেম্বর, একে ৪৭ রাইফেল পাচার চক্রী প্রধান হিসেবে ধরা পরলেন প্রাক্তন ইষ্টবেঙ্গল খেলোয়াড় সৈয়দ আবিব ইমাম, তথ্য - দ্য টেলিগ্রাফ 
২০০৪ সালের নভেম্বর মাসে কুখ্যাত অপরাধী হাতকাটা দিলীপকে শেল্টার দেবার জন্য লোহার কুঠুরিতে বেশ কিছুকাল কাটাতে হয় তৎকালীন ইস্টবেঙ্গল ফুটবলার ষষ্ঠী দুলে ও দীপঙ্কর রায়কে, তথ্য - জি নিউজ 
২০১২, ৩১শে অক্টোবর, ১৪ বছরের নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হতে হয় তৎকালীন নামি ইস্টবেঙ্গল মিড ফিল্ডার জসপ্রিত সিং, তথ্য - টাইমস অফ ইন্ডিয়া 
২০১২, ২৭শে জানুয়ারি, আমরি হসপিটাল কাণ্ডের জের, গ্রেপ্তার ও হাজতবাস বরণ করলেন ইষ্ট বেঙ্গল প্রেসিডেন্ট প্রণব দাসগুপ্ত, তথ্য - এনডিটিভি 
২০১৪, ২১শে আগস্ট, সারদা কেলেঙ্কারি, অর্থ তছরুপের মামলায় গ্রেপ্তার হতে হয় ইষ্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুদাকে, তথ্য - দ্য টেলিগ্রাফ

চোর ডাকাতের দল রে,আমার ইষ্টবেঙ্গল রে, আমার ইষ্টবেঙ্গল 


Share on Google Plus

About Web Master

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments :

Post a Comment